Summer'25 registration & fees payment dates

সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সামার’২৫ সেমিস্টার এর রেজিস্ট্রেশন ২ মে ২০২৫ ইং থেকে শুরু হবে এবং ১ম কিস্তির টাকা পরিশোধের তারিখ নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী চলবে-
ক) ১য় কিস্তির টাকা পরিশোধের তারিখসমূহ:
- ) ০২ - ১৫ মে ২০২৫, বিলম্ব ফিস ছাড়া।
- ) ১৬ - ২২ মে ২০২৫, ৫% বিলম্ব ফিস সহ।
- ) ২৩ মে ২০২৫ থেকে চলমান, ১০% বিলম্ব ফিস সহ।
অতএব, সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে তাদের অর্থ পরিশোধের জন্য, বিলম্ব ফিস এর ঝুঁকি এড়ানোর জন্য পরামর্শ দেয়া হলো।
শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে বিজ্ঞপ্তিটি অত্যন্ত জরুরী হিসেবে বিবেচনা করার এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
টাকা প্রদান করা যাবে:
- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এর যেকোনো শাখায়।
- বিকাশ এ্যাপের মাধ্যমে।
- নগদ এ্যাপের মাধ্যমে।
স্থায়ী ক্যাম্পাসেও সরাসরি কিস্তির টাকা গ্রহণ করা হবে।
মোহাম্মাদ কামরুজ্জামান
রেজিষ্ট্রার
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া